ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

২৮ অক্টোবর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১২, ২৩ অক্টোবর ২০২৩ | আপডেট: ১৮:১৩, ২৩ অক্টোবর ২০২৩

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

সোমবার বিকালে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারপ্রধান শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক নিয়ে তিনি ব্রিফিং করেন।

মাহবুব হোসেন বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, কোনো ধরনের জনজীবন যাতে ব্যাহত না হয়, সে ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেছি।’

জেলা প্রশাসকদেরও এ বিষয়ে বলা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি