ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় হামুনে পরিণত হয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৫, ২৩ অক্টোবর ২০২৩ | আপডেট: ০৮:৩৭, ২৪ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় হামুনে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ঘূর্ণিঝড়টির অগ্রভাগ এরই মধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবেশ করেছে। বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হামুন অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হয়ে উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।

দেশের তিনটি নৌ-বন্দর ও উপকূলীয় এলাকায় চার নম্বর হুঁশিয়ারি সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। এদিকে, হামুনের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এবং ময়মনসিংহ, সিলেট, রংপুর এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ মাঝারী ধরণের বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (২৫ অক্টোবর) দুপুর নাগাদ এটি বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। তবে উপকূল অতিক্রম করার সময় এটি ঘূর্ণিঝড় নাও থাকতে পারে। ভারি বৃষ্টি হয়ে শক্তি ক্ষয় হয়ে এটি নিম্নচাপ বা গভীর নিম্নচাপে রূপ নিতে পারে।

এর প্রভাবে বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি