ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

উপকূল স্পর্শ করেছে ঘূর্ণিঝড় ‘হামুন’, আঘাত হানবে স্থলভাগে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২১, ২৪ অক্টোবর ২০২৩

বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটি আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় উপকূল স্পর্শ করেছে। রাত ৯টার মধ্যে ঘূর্ণিঝড়টির মূল অংশ উপকূল অতিক্রম শুরু করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিকে (ক্রমিক নম্বর-১২) এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপকূল অতিক্রমের সময় ঘূর্ণিঝড় ‘হামুন’ কিছুটা দুর্বল হয়ে আজ রাতে চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকায় দমকা ও ঝোড়ো হাওয়াসহ ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, ‘ঘূর্ণিঝড় হামুন উপকূল অতিক্রম করা শুরু করেছে। এর অগ্রভাগ ইতিমধ্যে উপকূল স্পর্শ করেছে।

এরপর ক্রমেই এর কেন্দ্র স্থলভাগে আঘাত করে আজ রাত বা মধ্যরাত নাগাদ শেষ হয়ে যাবে। ঘূর্ণিঝড়ের কেন্দ্র স্থলভাগে আঘাত করার সময় এটি আরো দুর্বল হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় থকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যে কারণে আমরা আশা করছি ক্ষয়ক্ষতি কম হবে।’

এদিকে চট্টগ্রাম সমুদ্রবন্দরে দেওয়া ৭ নম্বর সতর্কসংকেত অপরিবর্তিত রেখেছে আবহাওয়া অফিস।

কক্সবাজার সমুদ্রবন্দরের ৬ নম্বর বিপৎসংকেত নামিয়ে ৭ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। তবে পায়রা বন্দরে ৭-এর পরিবর্তে ৫ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি