ঢাকা, রবিবার   ১৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

টোল দিয়ে বঙ্গবন্ধু টানেল পার হলেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৬, ২৮ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন শেষে সবার আগে নিজ হাতে টোল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে গাড়ি বহর নিয়ে টানেল পার হন প্রধানমন্ত্রী।

শনিবার (২৮ অক্টোবর) টোল আদায়কারী ঝুমুর আক্তারের হাতে ৪ হাজার ২০০ টাকা টোলের টাকা তুলে দেন তিনি।

এ সময় গাড়ি বহর নিয়ে পুরো টানেল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

এরপর দুপুর ১টা ১০ মিনিটে আনোয়ারায় নদীর দক্ষিণ তীরে আরেকটি ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এসময় আরও ১১টি উন্নয়ন প্রকল্পের উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী। 

এ সময় ওবায়দুল কাদের ছাড়াও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, শিক্ষা মন্ত্রী দীপু মনি, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর জনসভাস্থলে পৌঁছান শেখ হাসিনা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি