ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঢিলেঢালা বিএনপির ডাকা হরতাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১১, ২৯ অক্টোবর ২০২৩ | আপডেট: ০৯:১৩, ২৯ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

রাজধানীসহ সারাদেশে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল।

রোববার সকালে রাজধানীর বিভিন্ন সড়কে ঘুরে দেখা যায়, সড়কজুড়ে ছিল অফিস ও স্কুলগামি শিক্ষার্থীদের আনাগোনা। 

এছাড়া, প্রতিটি সড়কে রয়েছে গণপরিবহন। মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে প্রতি সড়কে চলছে বিআরটিসির গণপরিহন। 

রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নগরজুড়ে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাধারণ মানুষ বলছে, এ হরতাল মানুষের ভোগান্তি বাড়াবে।

এদিকে, দেশের বিভিন্ন স্থানে ঢিলেঢালাভাবে চলছে বিএনপি-জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল।

ঢাকার কাছে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অন্যদিনের তুলনায় কম হলেও সকাল থেকেই গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। 

খুলনায় দেখা নেই পিকেটারের। দূরপাল্লার বাস না চললেও স্বাভাবিক রয়েছে আন্তঃজেলা বাস চলাচল। 

বিভাগীয় নগরী ময়মনসিংহে হরতালের প্রভাব পড়েনি। ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে বেশ কয়েকটি বাস। কিশোরগঞ্জের ভৈরব থেকে দূরপাল্লার বাস ছেড়ে না গেলেও পরিবেশ শান্তিপূর্ণ। ট্রেন ও সিএনজি অটোরিকশা চলাচল স্বাভাবিক।

হরতালের প্রভাব নেই নাটোর ও বরগুনাতেও। স্বাভাবিক রয়েছে যানবাহন চলাচল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি