ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

‘অবরোধে সারা দেশে পণ্য ও যাত্রী পরিবহন চলবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫০, ৩০ অক্টোবর ২০২৩

আগামীকাল মঙ্গলবার থেকে বিএনপি ও জামায়াত ইসলামীর ডাকা ৩ দিনের অবরোধের মধ্যে সারা দেশে পণ্য ও যাত্রী পরিবহন অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

সোমবার (৩০ অক্টোবর) সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অবরোধের বিষয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের সংগঠনগুলোর নেতারা আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে।

পরিবহন চলাচল যেন বাধাগ্রস্ত না হয়, এজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে মালিক সমিতি।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি