ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

তফসিল ঘোষণা নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসছে ইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০২, ৩১ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১ নভেম্বর) সুপ্রিম কোর্টে এই বৈঠক অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) প্রধান বিচারপতির দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাসহ সার্বিক বিষয় অবহিত করতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার দুটি পৃথক চিঠি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়।

আগামী ১-৫ নভেম্বরের মধ্যে সাক্ষাতের জন্য সময় চেয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।

প্রতি সংসদ নির্বাচনের আগে সার্বিক প্রস্তুতি নিয়ে এ ধরনের সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়। এবারও তাই চাওয়া হয়েছে।

২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। 

রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাত শেষে ঘোষণা করা হবে সংসদ নির্বাচনের তফসিল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি