ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শর্তহীন সংলাপের আহ্বান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৪, ৩১ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

রাজনৈতিক সংকট দূর করতে দলগুলোকে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার স্থান নেই। 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে বিরোধীদলের চলমান অবরোধ কর্মসূচির মধ্যে আজ বুধবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে এ কথা বলেন তিনি।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নেই। সংকট নিরসনে দলগুলোকে শর্তহীন সংলাপের আহ্বান জানান তিনি। 

পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। আশা করি, সব পক্ষ শর্তহীনভাবে সংলাপে বসে সামনের দিকে এগোবে এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ খুঁজে নেবে।

পরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, কমিশনের হাতে কোনো অপশন নেই। পরিস্থিতি প্রতিকূল হলেও যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সব দল যাতে নির্বাচনে অংশ নেয়, সেই প্রত্যাশা ইসির।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি