ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

লন্ডনের আদলে হবে ঢাকার পরিবহনব্যবস্থা: মেয়র আতিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৯, ২ নভেম্বর ২০২৩

লন্ডনের পরিবহনব্যবস্থার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঢাকা শহরেও আধুনিক পরিবহনব্যবস্থা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে নগর ভবনে যুক্তরাজ্য সরকারের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) সাথে ডিএনসিসির চুক্তি সাক্ষর অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

আতিকুল ইসলাম বলেন, লন্ডন শহরে বিদ্যমান বাস ফ্রাঞ্চাইজি মডেল ও ট্রাফিক সিগন্যাল সিস্টেমের আলোকে কার্যক্রম শুরু করবে সিটি করপোরেশন। যুক্তরাজ্য সরকারের সংস্থাটির সাথে এই সমঝোতা শহরের যানজট কমাতে সহায়ক ভূমিকা রাখবে। এফসিডিও এর সাথে প্রথম ধাপে পরিবহন ব্যবস্থাপনার আধুনিকায়নে কাজ করবে ডিএনসিসি।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি