ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৮, ৩ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়নের জন্য বিস্ময়কর রাজনৈতিক নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টাইম ম্যাগাজিন।  শেখ হাসিনা ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ শিরোনামের প্রতিবেদনটিতে বঙ্গবন্ধুকন্যার দীর্ঘ রাজনৈতিক জীবন, নেতৃত্ব ও ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করা হয়। 

চলতি বছর সেপ্টেম্বরের শুরুতে ঢাকায় এসে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নেন টাইম ম্যাগাজিনের সাংবাদিক চার্লি ক্যাম্পবেল। 

বৃহস্পতিবার সেই সাক্ষাৎকারের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করেছে ম্যাগাজিন টাইম। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিস্ময়কর রাজনৈতিক নেতা হিসেবে আখ্যায়িত করা হয়।

গত এক দশকে বাংলাদেশকে এশিয়া প্যাসিফিক অঞ্চলের দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশে পরিনত করায় শেখ হাসিনার প্রশংসা করে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিনটি। মিয়ানমার থেকে পালিয়ে আসা প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানানো হয়। 

বৃটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার কিংবা ভারতের ইন্দিরা গান্ধীর চেয়ে বেশিবার নির্বাচনে জয়ী হওয়া শেখ হাসিনা আগামী জাতীয় নির্বাচনেও জয়ী হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি