ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কার দেবে ডিএমপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫২, ৬ নভেম্বর ২০২৩

পেট্রোল বোমা দিয়ে নাশকতা সৃষ্টিকারীদের ধরিয়ে দিলে  ২০ হাজার টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

সোমবার (৬ নভেম্বর) রাজধানীতে পেট্রোল পাম্প মালিক সমিতির সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

এসময়ে বোতলে খোলা তেল বিক্রি বন্ধে পেট্রোল পাম্প মালিকদের নির্দেশনাও দেন ডিএমপি কমিশনার।

বিএনপি ও তাদের সমমনা দলের ডাকা দ্বিতীয় দফা অবরোধে চোরাগোপ্তা হামলা, যানবাহনে অগ্নিসংযোগ ও ভাংচুর করে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি নিয়মিত টহলে আছে র‌্যাব ও বিজিবি। 

রাজধানী ঢাকাসহ সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া মোতায়েন করা হয়েছে র‍্যাবের ৪৬০টি টহল টিমও।

এদিকে অবরোধে যেন সহিংসতা না হয় সেজন্য সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশকেও।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি