র্যাবের নিরাপত্তায় চলছে দূরপাল্লা ও পণ্যবাহী পরিবহন
প্রকাশিত : ১৩:৫১, ৮ নভেম্বর ২০২৩
বিএনপি-জামায়াতের চলমান অবরোধে সহিংসতা দমনের পাশাপাশি এবার দূরপাল্লা ও পণ্যবাহী পরিবহন নিরাপদে পৌছাতে সহায়তা করছে র্যাব।
আজ বুধবার ভিডিও বার্তায় র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার আল মঈন এতথ্য জানান।
তিনি বলেন, ইতিমধ্যে চট্রগ্রাম থেকে রংপুরে আসা তেলবাহী কনভয় নিরাপদে স্থানীয় ডিপোতে পৌছে দেয়া হয়েছে। এছাড়াও দেশের বিভিন্নস্থানে দূরপাল্লা ও পণ্যবাহী পরিবহন পৌঁছাতেও নিরাপত্তা দেয়া হচ্ছে।
সহিংসতা ও নাশকতা প্রতিরোধসহ আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে ১৬০টি সহ সারাদেশে র্যাবের ৪৬০টি টহল দল মোতায়েন রয়েছে।
এএইচ
আরও পড়ুন