ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

তফসিলের পর বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: ডিবি হারুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৫, ১৫ নভেম্বর ২০২৩

তফসিল ঘোষণার পর কেউ বিশৃঙ্খলা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হারুন অর রশীদ। তিনি বলেন, তফসিল ঘোষণাকে ঘিরে জনগণের নিরাপত্তা দিতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের নজরদারি থাকবে। 

বুধবার (১৫ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা বিভাগের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। 

ডিবি প্রধান আরও বলেন, তফসিল ঘোষণার পর কেউ যদি সহিংসতা করে ও অনলাইনে উস্কানি দেয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপির এ কর্মকর্তা বলেন, বিদেশে বসে কারা উস্কানি দিচ্ছে সে বিষয়ে পুলিশ জানে। কেউ যাতে নাশকতা না করতে পারে সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। 

পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশনা মতো কাজ করবে জানিয়ে তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা স্বার্থে রাজধানীতে রাস্তার অলিতে গলিতে মোটরসাইকেল পেট্রোল টিম কাজ করবে।

প্রসঙ্গত, আজ বুধবার সন্ধ্যায় দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন (ইসি)। গত মঙ্গলবার কমিশনের অনানুষ্ঠানিক বৈঠকে তফসিলের ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।

কেআই// 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি