ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

বিএনপি নির্বাচনে ফিরতে চাইলে সুযোগ দেয়া হবে: ইসি রাশেদা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৫, ২০ নভেম্বর ২০২৩

বিএনপি বা সমমনা দলগুলো নির্বাচনে ফিরতে চাইলে আইন অনুযায়ী সুযোগ তৈরি করে দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। রাজনৈতিক দলগুলোকে কমিশনের উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, তফসিল পেছানোর মতো পরিস্থিতি তৈরি হলে নির্বাচন কমিশন তখন বিবেচনা করবে।

সোমবার আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান তিনি।

কমিশনার রাশেদা সুলতানা বলেন, কমিশন চায় সব দল ভোটে আসুক। যারা নির্বাচনে ফিরতে চায়, তাদের জন্য আইন অনুযায়ী সুযোগ তৈরি করে দেবে কমিশন।

তিনি বলেন, ওনারা  আসতে চাইলে অবশ্যই আমরা ওয়েলকাম করব। কখনোই চাইব না যে ওনারা আসতে চেয়েছেন, আমরা ফিরিয়ে দেব। এটা হবে না। পূর্বেও ওনারা একটু পরেই এসেছিলেন এবং সুযোগটা পেয়েছিলেন।

রাশেদা সুলতানা বলেন, পরিস্থিতি যখন আসবে, তখন পরিস্থিতি দেখে আমরা সিদ্ধান্ত নেব। অগ্রিম এ বিষয়ে কোনো কথাই বলব না। বলা উচিত না।

সুষ্ঠু নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর উল্লেখ করে তিনি জানান, আচরণবিধি প্রতিপালনে কঠোর থাকবে ইসি। নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে আইনি ব্যবস্থা নেয়ারও হুশিয়ারি দেন তিনি।

সংবিধান অনুযায়ী ভোটের সময় নির্বাচন কমিশনকে সরকার সব ধরনের সহযোগিতা দেবে বলেও প্রত্যাশা এই কমিশনার। 

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই ভোটে অংশ নিতে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল এখন মাঠে। তবে নির্বাচনে অংশ না নেয়ার ব্যাপারে অটল বিএনপি। নির্বাচনী ইতিহাস বলছে, ২০০৮ ও ২০১৮ সালে সংসদ নির্বাচনের আগে বয়কটের ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে নির্বাচনে অংশ নেয় বিএনপি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি