ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

অর্থপাচার ও জঙ্গি অর্থায়ন রোধে বাংলাদেশের অবস্থানের উন্নতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৫, ২১ নভেম্বর ২০২৩

বিদেশে অর্থপাচার ও জঙ্গি অর্থায়ন রোধে বাংলাদেশের অবস্থানের উন্নতি হয়েছে। চলতি বছর সুইজারল্যান্ডভিত্তিক দ্য ব্যাসেল ইনস্টিটিউট অব গভর্নেন্সের প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

এতে বলা হয়, ২০২২ সালে বাংলাদেশের স্কোর ছিল ৫ দশমিক ৭৫। চলতি বছর শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে স্কোর দাঁড়িয়েছে ৫ দশমিক ৮। সূচকে ভিয়েতনাম, চীন, ভুটান, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে বাংলাদেশের অবস্থান ৪৬তম।

প্রতিবেদনে বলা হয়, আর্থিক খাতে স্বচ্ছতা বৃদ্ধি, মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কাঠামোর মান উন্নয়ন, রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন ও আন্তঃসংস্থার কাজে সমন্বয়ের কারণে সূচকে সামনের দিকে এগিয়েছে বাংলাদেশ। দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে মিয়ানমার। বিশ্বের ১৫২টি দেশের র‌্যাংকিং করে সুইজারল্যান্ডের এ সংস্থাটি। 

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি