ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

১০ ডিসেম্বর পর্যন্ত পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়ানো হয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৯, ২৭ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী দেশি পর্যবেক্ষকদের আবেদনের সময়সীমা ১০ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২৫ নভেম্বর আবেদনের সময়সীমা ছিল।

আজ সোমবার ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, গত ২৫ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধিত ৬৭টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে কোন কোন নির্বাচনী এলাকা (সংসদীয় আসনভিত্তিক) বা এলাকাগুলোতে কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক তা উল্লেখ করে ইসি সচিবালয়ের সচিব বরাবর লিখিত আবেদন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল।

এসময়ে যেসব স্থানীয় পর্যবেক্ষক সংস্থা আবেদন দাখিল করেননি, তারা আগামী ১০ ডিসেম্বর রোববার বিকেল ৪টার মধ্যে আবেদন করতে পারবেন। পর্যবেক্ষক আবেদন দাখিল সংক্রান্ত আগের নির্দেশনার অন্যান্য বিষয়াদি অপরিবর্তিত থাকবে।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি