ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

এক ডিসি ও উপসচিবকে বদলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৬, ২ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

এক জেলা প্রশাসক ও উপ সচিবকে বদলি করে প্রজ্ঞাপন  জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

তার মধ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে ময়মনসিংহের জেলা প্রশাসক হিসেবে এবং বাংলাদেশ সংসদ সচিবালয়ের উপসচিব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীকে সুনামগঞ্জের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।

শনিবার রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‍উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পির সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি