ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ঢাকার ১৫ আসনে ৬৪ জনের মনোনয়ন বাতিল, বৈধ ১২৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ৪ ডিসেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ পর্যন্ত মোট ১৫টি সংসদীয় আসনের ১৮৮টি মনোনয়ন ফরমের মধ্যে ১২৪টি বৈধ বলে বিবেচিত হয়েছে। আর বাতিল হয়েছে ৬৪টি।

সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ধাপে ধাপে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ঘোষণা দেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার মো. সাবিরুল ইসলাম।

তিনি বলেন, ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের অধীনে ১৫টি সংসদীয় আসনের জন্য মোট ১৮৮টি মনোনয়ন ফরম জমা পড়েছিল। আমরা যাচাই-বাছাই করে ১২৪টি মনোনয়ন বৈধ এবং ৬৪টি বাতিল ঘোষণা করেছি।

বাতিল হওয়া মনোনয়নের মধ্যে ১৫ জন ঋণখেলাপিজনিত কারণে, ২৯ জন মনোনয়নে পর্যাপ্ত তথ্য-উপাত্ত না থাকা এবং ২০ জন অসম্পূর্ণ কাগজপত্র দাখিল করায় মনোনয়ন বাতিল করা হয়েছে৷

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা ৫-৯ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তি হবে ১০-১৫ ডিসেম্বর পর্যন্ত।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি