ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

রেললাইন কেটে মানুষ হত্যা বিএনপি-জামায়াতের গণহত্যার নমুনা : জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৬, ১৩ ডিসেম্বর ২০২৩

‘বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ উপেক্ষা করে নিজের গন্তব্যে যেতে ট্রেনে উঠেছিলেন সাধারণ যাত্রীরা। কিন্তু পথে অবরোধকারীরা রেলের লাইন কেটে রাখে। যাতে ঘটে দুর্ঘটনা। প্রাণ হারায় সাধারণ মানুষ।

এটি দলগুলোর গণহত্যার নমুনা।’

আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমন কথা লিখেছেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) চেয়ারপারসন সজীব ওয়াজেদ জয়।

পোস্টে তিনি প্রশ্ন করেন, 'বিএনপি-জামায়াতের চলমান অবরোধ কেন গণআন্দোলন করছে না?'

এতে তিনি লেখেন, চলমান অবরোধের সমর্থনে গাজীপুরে রাতের দিকে গ্যাস কাটার দিয়ে ট্র্যাকের লাইন কেটে দেয়। যার মাধ্যমে তাদের শীতল ষড়যন্ত্রের প্রকাশ ঘটেছে।

ওই লাইনে ট্রেন যাওয়া মাত্র ভোর ৪টা ৩০ মিনিটের দিকে সাতটি বগি ট্র্যাক থেকে ছিটকে পড়ে। এতে একজন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হন।

পোস্টে বলা হয়, অবরোধ অমান্য করার জন্য বড় মূল্য দিতে হয়েছে সাধারণ মানুষকে। নিহত ৩৫ বছর বয়সী ব্যক্তি পোল্ট্রি ফার্মের মালিক ছিলেন।

পোস্টে আরও বলা হয়, রেলের ট্র্যাক উপড়ে ফেলা, লোহার প্লেট ঢোকানো ও ট্রেনের বগিতে আগুন বা বোমা হামলা গণতন্ত্রকে ক্ষুণ্ন করতে এবং মানুষ হত্যার জন্য বিএনপি জামায়াতের সন্ত্রাসের চিহ্ন হয়ে উঠেছে। তারা নাগরিকদের ব্যালটে নিজেদের জনপ্রতিনিধি বেছে নেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। তাদের অবরোধে ইতিমধ্যে ৬৫০টিরও বেশি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তায় আগুন দেওয়া হয়েছে।

পোস্টে বলা হয়, এই ঘটনাটি স্পষ্টতই আবার প্রমাণ করেছে, এই জোটটি সাধারণ মানুষকে হত্যা করতে ও অবরোধের নামে জনজীবনকে ব্যাহত করতে কাজ চলছে। কারণ জনগণ তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করেছে, তাদের আচরণ কোনো গণতান্ত্রিক দলের মতো নয়।

বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশ এই খুনিদের দায়মুক্তি ভোগ করতে দেবে না জানিয়ে সজীব ওয়াজেদ লেখেন, বিএনপি জামায়াত জোটের আসন্ন নির্বাচন বানচাল করার জন্য এ ধরনের বর্বর কর্মকাণ্ড মেনে নিতে পারবে না।

পোস্টে সজীব ওয়াজেদ লিখেন, 'এটা গণআন্দোলন নয়, বর্বরতা।'

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি