ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কাল সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৫, ১৯ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ১৩:৪৭, ১৯ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা সিলেট থেকে শুরু করতে যাচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আগামীকাল বুধবার তিনি সিলেট যাচ্ছেন। 

সিলেটে হযরত শাহজালাল ও হযরত শাহপরান রাহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের পর আলীয়া মাদ্রাসা মাঠে সমাবেশে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী। 

তার সফর ও সমাবেশকে কেন্দ্র করে সিলেটে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে সমাবেশস্থল ও আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

দুপুরে দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক মাদ্রাসা মাঠ পরিদর্শনকালে জানান, প্রথম নির্বাচনী সমাবেশে আগামী বাংলাদেশ নির্মাণের দিক নির্দেশনা থাকবে প্রধানমন্ত্রীর ভাষণে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি