ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

দায়িত্ব অবহেলায় দুই ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩২, ২৩ ডিসেম্বর ২০২৩

নির্বাচনী প্রচারে হামলার ঘটনায় নির্লিপ্ততা ও দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঝিনাইদহর শৈলকূপা ও হরিনাকুণ্ডু থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

শনিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা জানান ইসির অতিরিক্ত সচিব।

ইসি অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, যেকোনো ধরনের অভিযোগ নির্বাচন কমিশনে আসলে তা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও এসপির কাছে পাঠানো হয়। তাদের তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।

তিনি বলেন, দুটি আসনের তদন্ত রিপোর্ট পেয়েছি, তার আলোকে নির্লিপ্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যাহার করা হয়েছে ঝিনাইদহ জেলার শৈলকূপা থানা ও হরিনাকুণ্ডু থানার ওসিকে।

ইসি সচিব জানান, ওসিরা সব জায়গায় নির্লিপ্ত নেই। দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

অপর এক প্রশ্নের জবোবে তিনি বলেন, “আমরা অনেককে শোকজ করেছি। ইনকোয়ারি টিমের যে সুপারিশ আসছে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিব এবং অচিরেই দৃশ্যমান আপডেট পাবেন।” 

সতর্ক করার পর জেল-জরিমানা ছাড়াও সর্বোচ্চ ব্যবস্থা হিসেবে প্রার্থিতা বাতিলের বিষয়েও সতর্ক করে দেন ইসি সচিব।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি