ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

স্ট্রাইকিং ফোর্স মাঠে নামলে পরিস্থিতির আরও উন্নতি হবে: ইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪০, ২৬ ডিসেম্বর ২০২৩

নির্বাচনী মাঠে স্ট্রাইকিং ফোর্স অবস্থান করলে সার্বিক পরিবেশ ও পরিস্থিতির আরও উন্নতি হবে। 

আজ মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

তিনি জানান, আচরণবিধি লঙ্ঘনের দায়ে এখন পর্যন্ত  ২৫০ জনকে শোকজ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। ইতোমধ্যে ১৫০ জন শোকজের জবাব দিয়েছে। আরো ৩ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত দিয়েছে কমিশন। আইন অনুযায়ী প্রথমে শোকজ এবং পরে মামলা হচ্ছে। এতেও কাজ না হলে অথবা আচরণবিধি লঙ্ঘন চরম পর্যায়ে গেলে তখন প্রার্থিতা বাতিল হতে পারে। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রে আনসার সদস্যের পাশাপাশি পুলিশের সংখ্যা বেশি থাকে। আর গুরুত্বপূর্ণ কেন্দ্রে কিছু সংখ্যক কম থাকে। যোগাযোগ বিচ্ছিন্ন হলে বা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে সমস্যা হলে সেগুলোকে অতি গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়।

নির্বাচনী মাঠে স্ট্রাইকিং ফোর্স অবস্থান করলে সার্বিক পরিবেশ ও পরিস্থিতির আরও উন্নতি হবে। 

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি