ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কনকনে শীতে কাঁপছে দেশ

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ০৯:১৫, ৩ জানুয়ারি ২০২৪ | আপডেট: ১২:২০, ৩ জানুয়ারি ২০২৪

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

কনকনে শীতে কাঁপছে উত্তরের জনপদসহ সারাদেশ। কুয়াশার চাদর মুড়ি দিয়ে জেঁকে বসেছে শীত। আবহাওয়াবিদরা জানান, দেশের উত্তারঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। উত্তরবঙ্গের আট জেলায় তাপমাত্রা নেমে এসেছে ১০-১৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে।

আজ সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ৭,.৮ ডিগ্রি সেলসিয়াস। যা আরও ৭ দিন অব্যাহত থাকবে। উত্তরের জেলা পঞ্চগড়ে তীব্র ঠান্ডার সাথে যোগ হওয়া শীতল হিমেল বাতাসে স্থবির জনপদ।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, সকালে তেতুলিয়ায় ৭.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী এক সপ্তাহে জেলার তাপমাত্রা একই অবস্থায় থাকতে পারে বলে জানানো হয়। 

চুয়াডাঙ্গায় উত্তরের হিমেল হাওয়ায় তাপমাত্রা আবারও কমেছে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। ঘন কুয়াশা ও ঠাণ্ডা বাতাসে শীতের তীব্রতা বেড়ে গেছে। 

এদিকে, শীতের কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ঠাণ্ডাজনিত শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়ারিয়ায় শতাধিক শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। প্রতিদিনই ঠাণ্ডাজনিত কারণে ১৫০-২০০ শিশু হাসপাতালের আউটডোরে চিকিৎসা নিতে হচ্ছে।

এসময়ে শিশুদের বিশেষ যত্ন নিতে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন। 

রংপুর অঞ্চলে শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে। হিমেল হাওয়া সেই সাথে ঘন কুয়াশা পড়ছে বৃষ্টির মতো। 

আবহাওয়া অফিস জানিয়েছে, সুর্যের মুখ দেখা না যাওয়ায় আর হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। তাপমাত্রা গত ৩ দিন ধরে কমছে। ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকছে। তবে তাপমাত্রা আরও কমে যাবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। 

ঠাকুরগাঁওয়ে সারারাত গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঘন কুয়াশা ঝরছে। জেলার সড়ক ও রেলপথে ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। গত ৩ দিন ধরে কনকনে এ ঠাণ্ডার কারণে ভোগান্তির মুখে পড়ছে সাধারণ মানুষজন। 

সিরাজগঞ্জে প্রচণ্ড শীতে জনজীবন বিপর্যস্ত। ঠাণ্ডা বাতাসে বেড়েছে এর তীব্রতা। এতে দরিদ্র মানুষেরা পড়েছে বিপাকে। গ্রামের সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে গরম কাপড়ের অভাব।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি