সিটি কলেজ কেন্দ্রে ভোট দিলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ০৮:৩৯, ৭ জানুয়ারি ২০২৪ | আপডেট: ০৮:৪২, ৭ জানুয়ারি ২০২৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর ধানমন্ডির ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা ৪ মিনিটে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। এর আগে, তিনি সকাল ৭টা ৫৭ মিনিটে ভোট কেন্দ্রে পৌঁছান।
এ সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ এবং বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি উপস্থিত ছিলেন।
ভোট দিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শেখ হাসিনা বলেন, “ইনশাআল্লাহ, জয়ী হব, কোনো সন্দেহ নেই।”
একই কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদও।
ঢাকা সিটি কলেজ কেন্দ্র ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে পড়েছে। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ।
এএইচ
আরও পড়ুন