ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বেড়েছে উপস্থিতি, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ১৩:০১, ৭ জানুয়ারি ২০২৪ | আপডেট: ১৩:৪০, ৭ জানুয়ারি ২০২৪

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সারাদেশেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে কেন্দ্রে ভিড় বাড়ছে।

সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল চারটা পর্যন্ত।

ভোট মানেই উৎসব। সকাল আটটায় ভোট শুরুর আগেই অনেকেই ভোটকেন্দ্রে এসে লাইনে দাঁড়ান। সকালের দিকটা ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়ে। 

দেশের প্রায় সবস্থানেই বেলা বাড়ার সাথে সাথে ভোটাররা দলে দলে ভোট কেন্দ্রে এসেছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা।

নোয়াখালীতেও চলছে শান্তিপূর্ণ ভোট। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বসুরহাটের উদয়ন প্রি ক্যাডেট একাডেমিতে ভোট দেন। প্রতিক্রিয়ায় বলেন. জনগণই ভোট বর্জনকারীদের বর্জন করেছে।   

মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সকাল ৮টা ১ মিনিটে শহরের দরি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন । 

সাকিবের মতো সকাল সকালই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেন নৌকার প্রার্থী মাশরাফি বিন মোর্তজা।

ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোলা-১ আসনের প্রার্থী বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ ভোট দিয়ে জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।

সিলেটের সবগুলো আসনেই ভোটারদের উপস্থিতি বেড়েছে। সকালে নগরীর দূর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সিলেট-৬ আসনের প্রার্থী তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমশের মবির চৌধুরী ভোট দেন আম্বরখানা বালিকা বিদ্যালয় কেন্দ্রে। 

সঙ্গীত শিল্পী মমতাজ বেগম মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্ডপ উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়েছেন। মানিকগঞ্জের অনান্য আসনেও উৎসবের পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা।  

নারায়ণগঞ্জ-১ এর আওয়ামী লীগ প্রার্থী গোলাম দস্তগীর গাজী সকাল সাড়ে ৮টার দিকে রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজে ভোট দেনস। একই ভোট কেন্দ্র পরিদর্শন করেন তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূল আলম খন্দকার।

নাটোর ৩ সিংড়ার গলির আফরোজ সরকারী কলেজ কেন্দ্রে ভোট দেন আইসিটি প্রতিমন্ত্রী  জুনায়েদ আহমেদ পলক। 

পাবনা-১ সাঁথিয়া-বেড়ার আংশিক আসনের নৌকার প্রার্থী ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু বেড়া উপজেলার বৃশালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশের পাশাপাশি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে বিজিবি ও সেনাবাহিনী।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি