ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

২৯৮ আসনে বিজয়ীদের গেজেট প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০১, ৯ জানুয়ারি ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ করা হবে আজ মঙ্গলবার (৯ জানুয়ারি)। রাষ্ট্রপতির স্বাক্ষরে নির্বাচিত সংসদ সদস্যদের এ গেজেট প্রকাশিত হবে।

আইন অনুযায়ী, গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে শপথ গ্রহণ করবেন নির্বাচিত সংসদ সদস্যরা। সে হিসেবে কাল সকাল ১০টায় সংসদ ভবনে শপথ নেবেন এমপিরা। এজন্য পুরোপুরি প্রস্তুতি শেষ করেছে সংসদ কর্তৃপক্ষ।

এদিকে, আগামী বৃহস্পতিবার (১০ জানুয়ারি) নতুন মন্ত্রিসভা গঠন করা হবে বলে নিশ্চিত হওয়া গেছে। ওইদিন সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

প্রসঙ্গত, রোববার অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ২৯৮ আসনের ফল প্রকাশিত হয়েছে। এতে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের ২২২ জন, জাতীয় পার্টির ১১ জন, স্বতন্ত্র ৬২ জন, জাসদের ১, কল্যাণ পার্টির ১ ও ওয়ার্কার্স পার্টির ১ জন।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি