ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সোহরাওয়ার্দীতে আওয়ামী লীগের জনসভায় শেখ হাসিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৩, ১০ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় যোগ দেন তিনি।

এবার জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস (১০ জানুয়ারি) ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জয় উদযাপিত হচ্ছে নির্বাচনে বিজয় ও অর্জনের নতুন বাস্তবতায়৷

স্বদেশ প্রত্যাবর্তন  দিবসটি উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢল নেমেছে৷ এ জনসভা উপলক্ষে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

একদিকে স্বদেশ প্রত্যাবর্তন দিবস অন্যদিকে সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নিরঙ্কুশ বিজয়ের পর এ সমাবেশ হচ্ছে আনন্দ উদযাপন বলে জানান নেতাকর্মীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গিয়ে দেখা যায়, খন্ড খন্ড মিছিল নিয়ে আসেন আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনেকে জাতীয় পতাকা মাথায় বেঁধে এসেছেন। অনেকে আবার নৌকার ক্যাপ মাথায় দিয়ে বিভিন্ন সাজে সেজেছেন।

এছাড়া আওয়ামী লীগের সমাবেশকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায় মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ কমিটির পাশাপাশি বিভিন্ন ওয়ার্ড-পাড়া-মহল্লা থেকে নেতা-কর্মী ও সাধারণ মানুষ যোগ দিয়েছেন এ জনসভায়৷ কেননা, টানা চার মেয়াদে দেশের শাসনভার গ্রহণ করতে যাওয়ার আগে এ সমাবেশ থেকেই গুরুত্বপূর্ণ বার্তা দেবেন দলীয় প্রধান শেখ হাসিনা বলে মনে করা হচ্ছে।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি