ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

সিকি মন্ত্রী নওফেল একলাফে পূর্ণ মন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৩, ১১ জানুয়ারি ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ নতুন মন্ত্রিসভার শপথ। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ইতিমধ্যে মন্ত্রিসভার ৩৬ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। এতে জায়গা পেয়েছেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। বর্তমান মন্ত্রিসভার উপমন্ত্রী নওফেল পূর্ণ মন্ত্রীর তালিকায় ঠাঁই পেয়েছেন।

বর্তমান মন্ত্রিসভার উপমন্ত্রীর দায়িত্ব পালন করা পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এবং পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার নতুন মন্ত্রিসভায় ডাক না পেলেও নওফেল পেয়েছেন পদোন্নতি।

চট্টগ্রামের সাবেক মেয়র ও চট্টলবীর খ্যাত এবিএম মহিউদ্দীন চৌধুরীর ছেলে নওফেল শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী থেকে প্রতিমন্ত্রী না হয়ে সরাসরি পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন। বাংলাদেশের রাজনীতিতে নিকট অতীতে উপমন্ত্রী থেকে সরাসরি পূর্ণ মন্ত্রীর দায়িত্বে যেতে কাউকে দেখা যায়নি।

সবশেষ মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা জুনাইদ আহমেদ, খালিদ মাহমুদ চৌধুরী ও জাহিদ ফারুক নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীই থেকে গেছেন। কিন্ত ব্যতিক্রম ঘটেছে কেবল নওফেলের ক্ষেত্রে।

মহিবুল হাসান চৌধুরী নওফেলচট্টগ্রাম-৯ আসন থেকে নির্বাচিত হয়েছেন। এই আসনে নৌকা প্রতীকের প্রার্থী নওফেল ১ লাখ ৩০ হাজার ৯৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ আসনে ৭ প্রার্থীর মধ্যে ভোট ১ হাজার ৯৮২ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন জাতীয় পার্টি প্রার্থী সানজিদ রশীদ চৌধুরী। এছাড়া, মোমবাতি প্রতীকের আবু আজম ১ হাজার ৫৩২, কুঁড়ে ঘর প্রতীকের ন্যাপের মিটল দাশগুপ্ত ৯২৮, ইসলামিক ফ্রন্টের চেয়ার প্রতীকের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ ১ হাজার ৯১৪, কল্যাণ পার্টির নুরুল হোসাইন ৫৩৭ ও তৃণমূল বিএনপির সুজিত সরকার ৬৭৩ ভোট পেয়েছেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি