ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ময়মনসিংহের স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত : ১১:০২, ১৩ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় স্থগিত হওয়া কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। 

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

সকাল থেকেই শীত উপেক্ষা করে ভোটাররা কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। সকালে কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে। 

গত ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার ভালুকাপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় এই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। 

এই আসনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার  নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট। 

স্থগিতকৃত ভালুকাপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩০৩১ জন। এই আসনের ফলাফল নির্ধারণ হবে এই কেন্দ্রের ভোটে।

ভোটারদের নিরাপত্তায় কেন্দ্রে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি