ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ময়মনসিংহে স্থগিত কেন্দ্রের ফল ঘোষণা, বিজয়ী নৌকার পপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৮, ১৩ জানুয়ারি ২০২৪

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে স্থগিত হওয়া ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করা হয়েছে। এতে সব মিলিয়ে বেসরকারিভাবে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি জয়ী হয়েছেন।

ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৩ হাজার ৩২ ভোটের মধ্যে তিনি পেয়েছেন এক হাজার ২৯৫ ভোট। পপির নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৩৫৫ ভোট।

এর আগে স্থগিত হওয়া কেন্দ্র বাদে মোট ৯৮৫ ভোটে এগিয়ে ছিলেন পপি। সংসদ সদস্য হতে হলে এই ব্যবধান ঘুচিয়ে এগিয়ে যেতে হতো ট্রাক প্রতীকের সোমনাথ সাহাকে। কিন্তু এ কেন্দ্রে তিনি প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেননি। ফলে পুনরায় সংসদ সদস্য হচ্ছেন নৌকা প্রতীকের নিলুফার আনজুম পপি।

এসব তথ্য নিশ্চিত করে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম বলেন, ‘শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি বিজয়ী হয়েছেন।

এর আগে, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভালুকাপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে দুই দফা হামলা করে দুর্বৃত্তরা। ভোটের বাক্স ভেঙে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ ওঠে। এসব ঘটনার মধ্যে প্রথমে এই কেন্দ্রের ভোট গণনা এবং পরে ময়মনসিংহ-৩ আসনের ফল ঘোষণা স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। পরে ১৩ জানুয়ারি স্থগিত হওয়া এ কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয় ইসি।

নতুন করে নির্বাচিত হওয়া আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্ত্রী। পপির প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

গৌরীপুরে মোট ভোটকেন্দ্র রয়েছে ৯২টি। এর মধ্যে ৯১ কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছিল। সে সময় নৌকার পপি পেয়েছিলেন ৫৩ হাজার ১৯৬ ভোট, আর ট্রাকের সোমনাথ পেয়েছিলেন ৫২ হাজার ২১১ ভোট।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি