ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

পূর্ব-পশ্চিম সবার সঙ্গে বন্ধুত্ব রেখে এগিয়ে যাবে দেশ: পররাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ১৪ জানুয়ারি ২০২৪ | আপডেট: ১৬:০৮, ১৪ জানুয়ারি ২০২৪

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন নতুন সরকারের সামনে বাইরের বিশ্বের কোন চাপ নেই। পূর্ব-পশ্চিম সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেই সহযোগিতামূলক মনোভাব নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। 

রোববার সকালে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব বুঝে নিয়ে এসব কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, বিশ্বে কয়েকটি যুদ্ধের বাস্তবতায় দেশকে এগিয়ে নিয়ে যাবার বহুবিধ চ্যালেঞ্জ আছে ঠিকই; কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাদুকরি নেতৃত্বের কাছে কোন বাধাই বাধা নয়। 

বিভক্ত বিশ্বে পথচলায় অনেক ঝুঁকি আছে উল্লেখ করে নতুন পররাষ্ট্রমন্ত্রী বলেন, সকল বন্ধুরাষ্ট্রের মতামতকে গুরুত্ব দেয় বাংলাদেশ। কাজেই জাতির জনকের পররাষ্ট্র নীতির অনুসরণে দেশকে এগিয়ে নেয়াটাই মূল দায়িত্ব মনে করছেন হাছান মাহমুদ। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন দেশের নানা পর্যবেক্ষণ থাকে। কিন্তু দিন শেষে আমরা একসঙ্গে কাজ করি। সবাই আমাদের উন্নয়ন সহযোগী। সবাইকে সঙ্গে নিয়ে আমরা দেশকে এগিয়ে নিতে চাই। সবার সঙ্গে বন্ধুত্বের পাশাপাশি বিভিন্ন বন্ধু দেশের কনসার্নকে আমরা মূল্য দেই।

তিনি বলেন, বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতিতেই অটল থাকবে, সবার সাথে বন্ধুত্ব, কারো প্রতি বিদ্বেষ নয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিভিন্ন দেশের বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও বর্ণনা আছে, আমরা তাদের মূল্যায়ন করি এবং দিনের শেষে আমরা (তাদের সবাইকে নিয়ে) কাজ করব।’

এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খোরশেদ আলম উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি