ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক সোমবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০০, ১৪ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার (১৫ জানুয়ারি)।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী মো. ফরহাদ হোসেন রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে সকাল সাড়ে ১০টায় মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত তথ্য ও জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য অফিসার) সুমন মেহেদী।

এর আগে গত শুক্রবার (১২ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে নতুন মন্ত্রীদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ। ১০ জানুয়ারি সংসদ সদস্যদের শপথের পর ১১ জানুয়ারি শপথ নেয় নতুন মন্ত্রিসভার সদস্যরা। শেখ হাসিনার নেতৃত্বে ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী নিয়ে সরকার গঠন করা হয়।

কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি