ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

সামরিক শক্তিতে তিন ধাপ এগোলো বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৭, ১৬ জানুয়ারি ২০২৪

২০২৪ সালে সামরিক শক্তিধর দেশের তালিকায় তিন ধাপ এগিয়ে ৩৭তম অবস্থানে বাংলাদেশ। 

আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের “২০২৪ মিলিটারি স্ট্রেন্থ র‌্যাঙ্কিং” শীর্ষক সূচকে এই তথ্য উঠে এসেছে। 

তালিকায় বাংলাদেশ স্কোর দশমিক ৫৪১৯। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সামরিক শক্তির বিচারে বাংলাদেশ চতুর্থ।

বিশ্বের বিভিন্ন দেশের সামরিক সক্ষমতার সর্বশেষ সহজলভ্য সামরিক সরঞ্জাম, প্রতিরক্ষা বাজেট, সৈন্য সংখ্যাসহ বিভিন্ন ধরনের ৬০টির বেশি মাপকাঠির ওপর ভিত্তি করে এ বছরের ১৪৫টি দেশের সূচক তৈরি করে জিএফপি। 

তালিকায় বরাবরের মতো শীর্ষ সামরিক ক্ষমতাধর দেশ নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। এছাড়া শীর্ষ ১০ দেশের মধ্যে রয়েছে চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, জাপান, তুরস্ক, পাকিস্তান ও ইতালি। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি