ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

উত্তরা-মতিঝিলে সকাল থেকে রাত পর্যন্ত চলবে মেট্রোরেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৩, ১৮ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

আগামী ২০ জানুয়ারি থেকে উত্তরা-মতিঝিল অংশে মেট্রোরেল চলবে সকাল থেকে রাত পর্যন্ত। উত্তরা থেকে সকাল ৭টা ১০ মিনিটে রেল ছেড়ে যাবে। এছাড়া মতিঝিল থেকে রাত ৮টায় ছেড়ে যাবে শেষ ট্রেন।

বৃহস্পতিবার মেট্রারেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ মেট্রোরেলের শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন চালু হয় গত ৩১ ডিসেম্বর। এর মাধ্যমে এমআরটি ৬ লাইনের দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ১৬ স্টেশনই চালু হয়। তবে আগারগাঁও থেকে মতিঝিল অংশে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেট্রোরেল চলত। আর উত্তরা থেকে আগারগাঁও অংশে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করছিল মেট্রোরেল। এখন ২০ জানুয়ারি থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলবে। এর বাইরে এমআরটি কার্ডধারীদের জন্য রয়েছে দুটি আলাদা ট্রেন।

কেআই//  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি