ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

বহুমুখী বাজার খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৪, ২১ জানুয়ারি ২০২৪

একটি-দুটি পণ্যের ওপর নির্ভর না করে বহুমুখী বাজার খোঁজার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করে ব্যাবসায়ীদের প্রতি এই আহ্বান জানান তিনি।

রোববার সকাল ১১টায় পর্দা উঠলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসরের। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবছর হস্তশিল্পজাত পণ্যকে বর্ষপণ্য ঘোষণা করেছেন তিনি। 

সকাল ১০টা ৩৫ মিনিটে অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। আবারও ভোট দিয়ে নির্বাচিত করে দেশ সেবার সুযোগ দেয়ার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান শেখ হাসিনা। 

সরকার প্রধান বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করতে আগাম প্রস্তুতি থাকলে কোনো চ্যালেঞ্জ মোকাবিলাই কঠিন হবে না। সেক্ষেত্রে পণ্যের বহুমুখী বাজার খোঁজার তাগিদ দেন বঙ্গবন্ধু কন্যা। 

দেশের বাজার ব্যবস্থা এবং বিশ্ব পরিস্থিতি বিবেচনায় আমদানি-রফতানিতে ভারসাম্য রাখতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, রপ্তানিতে দু-একটা পণ্যের ওপর নির্ভরশীল থাকলে চলবে না। আমাদের রপ্তানি বহুমুখী করতে হবে। এটা নিয়ে বারবার বলছি, সেক্ষেত্রে সুযোগ বাড়াতে হবে। যে পণ্যটাকে বেশি সুযোগ দিচ্ছি তারাই সাফল্য করছে। অন্যান্য পণ্য কেন বাদ যাবে। তাদেরও আমাদের সুযোগ করে দিতে হবে। তারাও যাতে সুযোগ পায় ব্যবসা-বাণিজ্য করার।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষ যাতে মাথা উচু করে বিশ্ব দরবারে চলতে পারে, সেই পদক্ষেপ নিয়েছে সরকার। এখন কূটনীতি হবে অর্থনৈতিক, রাজনৈতিক না; সেই বার্তাই দেয়া হয়েছে বিদেশি মিশনগুলোকে।

নারীর ক্ষমতায়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধি বিবেচনায় হস্তশিল্পজাত পণ্যকে বর্ষপণ্য ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেন, এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে। বাড়িতে ও সমাজে তাদের একটা জায়গা (অবস্থান) তৈরি হবে। নারীদের কর্মসংস্থান করে দেওয়ার জন্য আমি এবার এই ‘২৪ সালে হস্তশিল্পকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করছি।’

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে তৃতীয়বারের মতো শুরু হলো এই মেলা। প্রতিবছর পহেলা জানুয়ারি শুরু হলেও এবার জাতীয় সংসদ নির্বাচনের কারণে মেলা পিছিয়েছে ২০ দিন। 

মেলায় রয়েছে তুরস্ক, ইন্দোনেশিয়া, হংকং, ইরান, ভারত, পাকিস্তানসহ বেশ কয়েক দেশের প্যাভিলিয়ন। প্রতিদিন মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। তবে ছুটির দিন খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি