ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিনিধি দলের সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৬, ২৪ জানুয়ারি ২০২৪ | আপডেট: ১৯:৩৭, ২৪ জানুয়ারি ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুরের নেতৃত্বে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি প্রতিনিধি দল।  বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলের সদস্যরা চলচ্চিত্র সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।  

এ প্রতিনিধি দলে ছিলেন নৃত্যশিল্পী মমতা শঙ্কর, অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী ও চলচ্চিত্র পরিচালক সহিনী ঘোষ।  

এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাহরিয়ার আলম ও রেইনবো ফিল্ম সোসাইটির প্রেসিডেন্ট আহমেদ মুজতবা জাবাল।

২০ জানুয়ারি পর্দা ওঠে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এ উৎসব চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশসহ ৭৪টি দেশের ২৫২টি সিনেমা প্রদর্শিত হচ্ছে এবারের উৎসবে।

কেআই// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি