ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে: আইনমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৬, ২৬ জানুয়ারি ২০২৪

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, মেট্রোরেল এবং ঢাকা-চট্টগ্রাম রেলপথ ডুয়েলগেজে রূপান্তরসহ ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি সবই করেছেন জনগণের জন্য। শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ ২০৪১ সালে সারাবিশ্বে উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে।

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত পথসভায় এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, নির্বাচনের আগে বায়েক ইউনিয়নের পূর্বনির্ধারিত সভায় আসতে পারিনি। এমপি এবং মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর বলেছিলাম, প্রথমে আমি বায়েক ইউনিয়নে আসবো। সেই ধারাবাহিকতায় আজ এসেছি।

তিনি বলেন, যারা আগুনসন্ত্রাস করার চেষ্টা করবে তাদের জঙ্গলের ভেতর থেকে ধরে এনে আইনের মুখোমুখি করা হবে।

নিজ নির্বাচনী এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনিসুল হক বলেন, কসবা-আখাউড়ায় উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। বর্তমান সরকার সারাদেশে অব্যাহত উন্নয়ন চালিয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন- কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল কাউসার জীবন, জেলা পরিষদের সদস্য এম এ আজিজ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আফজল হোসেন রিমন, বায়েক ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল হোসেন প্রমুখ।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি