ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

এনার্জি চায়নার বিদেশি কর্মীদের সেরা দশে বাংলাদেশি তুহিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৪, ২৮ জানুয়ারি ২০২৪ | আপডেট: ১৬:৪০, ২৮ জানুয়ারি ২০২৪

এনার্জি চায়নাতে বিভিন্ন দেশে কর্মরত সেরা বিদেশিদের তালিকা-২০২৩-এর শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি তরুণ জাহিদ হাসান তুহিন। 

চীনের সঙ্গে বন্ধুত্ব সম্প্রসারণে অবদান, বিধি-বিধান প্রতিপালন এবং কর্মণৈপূণ্যের ভিত্তিতে প্রায় ২০ হাজার বিদেশি কর্মীদের মধ্য থেকে এ তালিকার জন্য কর্মী বাছাই করা হয়। সম্প্রতি সেরা দশের তালিকা প্রকাশ করে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন এ কর্পোরেশনটি। 

জাহিদ হাসান তুহিন চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের অঙ্গপ্রতিষ্ঠান টিইপিসির একজন কর্মী হিসেবে বাংলাদেশের পটুয়াখালীতে নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রে দুই বছর ধরে দায়িত্ব পালন করছেন।

শীর্ষ দশে থাকার অনুভুতি প্রকাশ করে তুহিন জানান, এতো সংখ্যক বিদেশির মধ্য থেকে শীর্ষ দশে আসা সত্যিই আমার জন্য অনেক বড় প্রাপ্তি। এটি আমার জন্য খুবই আনন্দের বিষয়।

সেরা ১০ জনের প্রত্যেকেই পুরস্কার হিসেবে একটি সনদপত্র এবং তিন হাজার ডলার পেয়েছেন। 

উল্লেখ্য, এর আগে, চীনে কালচার অব সিল্ক রোড ক্রিয়েটিভ ডিজাইন প্রতিযোগিতায় বিভিন্ন দেশের প্রতিযোগীদের পিছনে ফেলে ভিডিও ক্যাটাগরিতে স্বর্ণপদক জেতেন তুহিন।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি