ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৮, ৩১ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী রোমান আবি আহমেদ আলী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো সাম্প্রতিক এক চিঠিতে তিনি বলেন, "ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অব ইথিওপিয়ার জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় আপনার নির্বাচিত হওয়ার জন্য আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাতে চাই। একটি সফল নির্বাচন পরিচালনার জন্য আমি বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাতে চাই।"

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী বলেন, "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাথে ইথিওপিয়ার সম্পর্ক ঐতিহাসিক ও দীর্ঘস্থায়ী। আমি দৃঢ় আস্থাশীল যে, আপনার নেতৃত্বে আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।"

তিনি বলেন, "আপনার এ গুরু দায়িত্ব পালনে আমি আপনার সাফল্য কামনা করছি। 
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা এবং বাংলাদেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। 

কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি