ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

সচিব সভায় প্রধানমন্ত্রী

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সতর্ক ভূমিকা পালনের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৭, ৫ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ১৫:১৯, ৫ ফেব্রুয়ারি ২০২৪

আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনকে সতর্ক ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি দুর্নীতি নিয়ন্ত্রণ ও আইনশৃংক্ষলা পরিস্থিতি স্বাভাবিক রাখারও নির্দেশ দেন তিনি। 

নির্বাচনে জিতে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর আজ প্রথমবারের মতো সচিবদের নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সোমবার সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে এই সচিব সভা অনুষ্ঠিত হয়। এসময় সচিব ও জ্যেষ্ঠ সচিব পর্যায়ের ৮৭ জন কর্মকর্তা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। 

প্রধানমন্ত্রী এসময় সচিবদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং ২০২২ সালের অনুষ্ঠিত সচিব সভার সিদ্ধান্তের অগ্রগতি ও বাস্তবায়ন সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি