ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৯, ৭ ফেব্রুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনের মধ্য দিয়ে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শুরু হলো ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। 

এসময় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ক্রীড়া চর্চ্চায় সুস্বাস্থ্য ও সুন্দর মানসিকতার প্রজন্ম গড়ে উঠবে, তৈরি হবে প্রতিযোগিতামূলক মনোভাব। 

দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বজয় করা তরুণ ক্রীড়াবিদদের উন্নত প্রশিক্ষণের প্রয়োজনীতার কথাও জানান প্রধানমন্ত্রী। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চ্চায় তরুণদের মানসিকতার বিকাশ ঘটবে বলে উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি