ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাতার গেলেন সেনাবাহিনী প্রধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৫, ৭ ফেব্রুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

সরকারি সফরে কাতার গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

কাতার অলিম্পিক কমিটি ও লোকাল অর্গানাইজিং কমিটির প্রেসিডেন্ট জোয়ান বিন হামাদ আল-থানি’র আমন্ত্রণে ৩ দিনের সরকারি সফরে আজ বুধবার কাতার যান তিনি।

সফরকালে তিনি কাতারে অনুষ্ঠিত ১৮তম এএফসি এশিয়ান কাপ কাতার ২০২৩ টিএম-এর সেমিফাইনাল ও ফাইনাল খেলা উপভোগ এবং ওয়ার্লড একুয়াটিকস চ্যাম্পিয়নশিপ দোহা ২০২৪-এর বিভিন্ন ইভেন্ট পর্যবেক্ষণ করবেন।

পাশাপাশি সেনাবাহিনী প্রধান বিভিন্ন দেশ হতে আসা প্রতিনিধিগণের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১১ ফেব্রুয়ারি দেশে প্রত্যাবর্তন করবেন বলে আইএসপিআর’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি