ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

পলিথিনে মোড়ানো পোস্টার-ব্যানার ব্যবহার নিষিদ্ধের কথা ভাবছে নির্বাচন কমিশন (ভিডিও)

শিউলি শবনম, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ১২:৪৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

অবশেষে পরিবেশ দূষণকারী পলিথিনে মোড়ানো পোস্টার-ব্যানার ব্যবহার নিষিদ্ধ করে নির্বাচনী আচরণবিধিতে সংশোধনী আনার কথা ভাবছে নির্বাচন কমিশন। বেঁধে দেয়া হচ্ছে মাইক ব্যবহার করে প্রচারে শব্দের মানমাত্রা। এর মাধ্যমে পরিবেশের সুরক্ষা নিশ্চিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। 

এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডো’র গবেষণা বলছে, ২০২০ সালে ঢাকার ২ সিটি নির্বাচনে ভোটের প্রচার শুরুর ১২ দিনের মধ্যেই ২ হাজার ৪৭২ টন লেমিনেটেড প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়। এরই প্রেক্ষিতে এসডো রিট করলে নির্বাচনী প্রচারে প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় আদালত। অথচ দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচারে এর চেয়ে ৫০ শতাংশ বেশি লেমিনেটেড পোস্টার ছাপানো হয়- এমনটা বলছে এসডোর গবেষণা।

পরিবেশবিদরা বলছেন, নির্বাচনী প্রচারে ব্যবহৃত লাখ লাখ টন লেমিনেটেড পোস্টারকে যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আনা যায় না। এতে মারাত্মক হুমকিতে পড়ে পরিবেশ-প্রতিবেশ। 

নির্বাচন কমিশন বলছে, আচরণবিধিতে প্লাস্টিক ব্যবহার বিষয়ে সরাসরি কিছু বলা না থাকায় প্রার্থীরাও বিভিন্নভাবে তার অপব্যবহার করে। তবে উপজেলা নির্বাচন সামনে রেখে আচরণ বিধিমালা সংশোধনে যাচাই বাছাই করছে কমিশন। যেখানে শব্দ দূষণ কমাতে মাইকের শব্দ ৬০ ডেসিবেলের নিচে রাখা, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে প্রচার নির্বাচনী বিধিমালার আওতায় আনাসহ বেশ কিছু প্রস্তাব করা হয়েছে।

আইন মন্ত্রণালয়ের ভেটিং পেলেই আচরণবিধিমালার সংশোধন করতে পারে নির্বাচন কমিশন। 

এমএম// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি