ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আন্তর্জাতিক পুরুস্কারপ্রাপ্ত উদ্যোক্তা লুনা শামসুদ্দোহার তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৮, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ১৭:৪৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

দেশের তথ্যপ্রযুক্তি খাতের পুরোধা ব্যক্তিত্ব ও সফল নারী উদ্যোক্তা লুনা সামসুদ্দোহার তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২১ সালের এই দিনে (১৭ ফেব্রুয়ারি) তিনি প্রয়াত হন।

দেশে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের প্রথম নারী চেয়ারম্যান ছিলেন লুনা শামসুদ্দোহা। বিভিন্ন দেশের নির্বাচন ব্যবস্থাপনায় অবদানের স্বীকৃতিস্বরূপ গতবছর লাভ করেন মরণোত্তর আন্তর্জাতিক নির্বাচনী পুরস্কার ‘মেরিটোরিয়াস অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’। তিনি দোহা টেক নিউ মিডিয়া সফটওয়্যার ফার্মের চেয়ারম্যান ছিলেন এবং সরকারের ই-জিপি সিস্টেমসহ প্রযুক্তিখাতের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

আজ তিনি স্ব-শরীরে আমাদের মাঝে বেঁচে নেই এটি মহা সত্য কথা কিন্তু তাঁর সংগ্রামী জীবনের মাধ্যমে মানুষের অন্তরে আলোর প্রদীপ হিসেবে থাকবেন চিরকাল।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিষ্ঠান দোহা টেক নিউ মিডিয়ার পুরানা পল্টন অফিস এবং বেশ কয়েকটি মসজিদ ও মাদ্রাসায় কোরআন শরিফ খতম এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি