সংরক্ষিত নারী আসনের সব মনোনয়নপত্র বৈধ ঘোষণা
প্রকাশিত : ১৪:০৪, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৫০টি মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছে ইসি।
সোমবার দুপুরে নির্বাচন ভবনে যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. মনিরুজ্জামান তালুকদার।
নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সোমবার সকাল থেকে শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত চলে সংসদের সংরক্ষিত আসনের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম। দুই দিন যাচাই বাছাইয়ের জন্য বরাদ্দ থাকলেও প্রথম দিনেই কার্যক্রম সম্পন্ন করে নির্বাচন কমিশন।
এর মধ্যে ৪৮টি মনোনয়নপত্র আওয়ামী লীগ এবং বাকি ২ প্রার্থী জাতীয় পার্টির।
এর আগে রোববার রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন এই ৫০ প্রার্থী।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের বিরুদ্ধে আপিল ২২ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ২৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি। আর প্রতীক বরাদ্দ ২৭ ফেব্রুয়ারি, তবে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে প্রতীক বরাদ্দ ও ভোটের প্রয়োজন হবে না।
যেহেতু প্রতিদ্বন্দ্বী নেই সেজন্য বৈধ প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
এএইচ
আরও পড়ুন