ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকা সফরে এলেন ঘানার পররাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৪, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

ঘানার পররাষ্ট্র বিষয়ক ও আঞ্চলিক সংহতি মন্ত্রী শার্লি আয়োরকর বোচওয়ে আজ আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক সফরে ঢাকা এসেছেন।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বলা হয়, ঘানার পররাষ্ট্রমন্ত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা) এএফএম জাহিদ উল ইসলাম অভ্যর্থনা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বোচওয়ে একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তারা ঢাকা সফরে অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বেশ কয়েকটি বৈঠক করবেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি