ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পিলখানায় নিহতদের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫২, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

বিডিআর বিদ্রোহে পিলখানায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ।
আজ রোববার সকালে বনানীর সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবরে ফুল দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, উপদপ্তর সম্পাদক সায়েম খান, সদস্য শাহাবউদ্দিন ফরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে  আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং বেসামারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী  ফারুক খান বলেন, এ হত্যাকান্ডে জড়িত কুশীলবদের দ্রুত খুঁজে বের করা হবে।

তিনি আরো বলেন,  পিলখানা হত্যাকান্ডের মতো এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয় সেদিকে সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি