ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

‘তরুণ প্রজন্মের প্রেরণা শেখ হাসিনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন রাষ্ট্রপতির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ১৮:৪৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আজ বঙ্গভবনে 'তরুণ প্রজন্মের প্রেরণা শেখ হাসিনা' শীর্ষক প্রবন্ধ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন। গ্রন্থের লেখক হায়দার মোহাম্মদ জিতু, রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংকলিত এ গ্রন্থের প্রবন্ধগুলোতে শেখ হাসিনার প্রতি মানুষের অনুভূতি, বৈশ্বিক রাজনৈতিক ইস্যু, দেশের উন্নয়ন, অর্জন এবং অন্যান্য প্রাসঙ্গিকতায় দেশের অবস্থান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছুটে চলার চিত্র উঠে এসেছে ।

বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, সচিব সম্পদ বড়ুয়া, প্রেস সচিব মো: জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো: ওয়াহিদুল ইসলাম খানসহ অন্যেরা উপস্থিত ছিলেন।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি