ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭০ পয়সা পর্যন্ত বাড়বে: প্রতিমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ১৩:৫৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩৪ থেকে ৭০ পয়সা পর্যন্ত বাড়ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে বিদ্যুতের এই মূল্য কার্যকর হবে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

সরকার বিদ্যুতে বছরে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দেয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুতে ভর্তুকি থেকে বের হওয়ার জন্য দাম সমন্বয় করা হবে। এদিকে গ্যাসের দামও সমন্বয় করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। 

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে দাম উঠানামা করবে। এই সমন্বয়ও মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে কার্যকর করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি