ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন নেত্রকোনার পুলিশ সুপার ফয়েজ আহমেদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১২, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

বীরত্বপূর্ণ কাজ, সেবা ও সাহসিকতার জন্য সম্মানজনক রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন নেত্রকোনার পুলিশ সুপার ফয়েজ আহমেদ। দক্ষতার সঙ্গে দায়িত্বপালনসহ মানুষের জানমালের নিরাপত্তায় লোভ-লালসার উর্ধে থেকে সত্যিকারার্থেই দায়িত্ব পালন করায় যে কয়েকজনকে পদক প্রদান করা হয়েছে তাদের মধ্যে ফয়েজ আহমেদ অন্যতম।

আজ পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফয়েজ আহমেদের হাতে পুরস্কার ও পদক তুলে দিয়েছেন। নেত্রকোনায় ফয়েজ আহমেদের যোগদানের সময় খুব বেশি নয় কিন্তু তার অর্জন অনেক। ময়মনসিংহ বিভাগের চার জেলার মধ্যে একটি হচ্ছে নেত্রকোনা।

হাওরাঞ্চল খ্যাত ভারত সীমান্তবর্তী এলাকা শিল্প-সংস্কৃতির উর্বর ভূমি নেত্রকোনা জেলায় রয়েছে দশটি থানা। দশ থানা নিয়ে গঠিত নেত্রকোনা জেলা পুলিশের কর্ণধার পুলিশ সুপার (এসপি) ফয়েজ আহমেদ।

জেলায় যোগদানের পর থেকে ফয়েজ আহমেদ পুলিশের প্রতিটি থানা ও পুলিশ সদস্যদের সঠিক দিকনির্দেশনা দিয়ে নেত্রকোনা পুলিশকে শ্রেষ্ঠত্বের মুকুট এর আগেও পড়াতে পেরেছেন। অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ পুলিশ সুপারও নির্বাচিত হয়েছেন ফয়েজ আহমেদ।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি